
শরীয়তপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের অভিযানে নগদ টাকাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেফতার হয়েছে। আটকৃতরা হলেন উপজেলার মশুরা গ্রামের নাজিম উদ্দিন ছৈয়ালের ছেলে হাবিবুর রহমান কাবিল (৩১) ও গৌরাইল গ্রামের মৃত মাহাবুব খানের ছেলে রুবেল খান (৩৩)। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে আদালতে প্রেরণ করেছে নড়িয়া থানা পুলিশ।
জেলা ডিবি পুলিশ সূত্র জানায়, গত ২০ জুলাই গোপন সংবাদের ভিত্তিতে নড়িয়া এলাকায় অভিযান চালিয়ে মাদক ক্রয়-বিক্রয়ের সময় ২০ পিস ইয়াবা ও মাদক বিক্রির নগদ ১৫ হাজার ৫০০ টাকা সহ মাদক ব্যবসায়ী হাবিবুর রহমান কাবিল ও রুবেল খানকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দিয়ে নড়িয়া থানায় সোপর্দ করা হয়েছে।