সোমবার, ২৭ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৪ রমজান ১৪৪৪ হিজরি
সোমবার, ২৭ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

নড়িয়ায় সরকারি গাছ কাটার অভিযোগ

ভেকু দিয়ে সরকারি গাছ উপরে ফেলছে হামিদ হাওলাদার। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ঘড়িষার ইউনিয়নে সরকারি গাছ কেটে ভেকু দিয়ে গাছের গোড়া উপরে ফেলা হয়েছে। বুধবার (১ জুলাই) রেসমা বেগম, আয়শা বেগম ও সেতারা বেগম নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার বরাবর এ বিষয়ে একটি লিখিত অভিযোগ করেছেন।
অভিযোগ সুত্রে জানা যায় ঘড়িষার ইউনিয়নের পুর্ব নন্দনসার গ্রামে হামিদ হাওলাদার নামে এক ব্যক্তি সরকারি গাছ কেটে ফেলেছে। পরে গাছের গোড়া ভেকু দিয়ে উপড়ে ফেলা হয়। যাতে গাছের কোন প্রমান না থাকে।
গাছ কাটার খবর পেয়ে গাছের রক্ষনাবেক্ষণকারীরা ঘটনাস্থলে আসলে তাদের বাঁধা উপেক্ষা করে গাছ কেটে ফেলা হয়। তারা আশংকা করছেন এরকম করে আরো গাছ কেটে নিতে পারে ওই চক্রটি।
সরজমিনে গিয়ে দেখা যায় হামিদ হাওলাদার দাঁড়িয়ে থেকে ভেকু দিয়ে গাছ কাটছে। তার কাছে জানতে চাইলে এ বিষয় কিছু বলতে রাজি হননি। তবে ভেকুর মালিক দুলাল বলেন, সরকারি গাছ কাটা ঠিক হচ্ছে না। কিন্তু আমরা তো শ্রমিক আমাদের আর কি করার।
এ বিষয়ে ঘড়িষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুর রব খান বলেন, আমি চৌকিদার পাঠিয়ে সরকারি গাছ আটক করেছি।
উপজেলা প্রকৌশলী মোঃ শাহাবউদ্দিন খান বলেন, গাছ আমরা লাগালেও গাছের মালিক আমরা না। তারপরও আমরা বিষয়টি দেখছি কি করা যায়।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।