
ঢাকার শ্যামবাজার সংলগ্ন বুড়িগঙ্গায় লঞ্চডুবিতে ৩৩জন মারা যাওয়ার ঘটনায় বিআইডাব্লিওটিএ এর অব্যবস্থাপনাকে দায়ী করে জড়িতদের শাস্তির দাবীতে শরীয়তপুরের নড়িয়ায় মানববন্ধন করেছে ইশা ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। বুধবার (১ জুলাই) দুপুর ১২টার দিকে নড়িয়া লঞ্চঘাটে স্বাস্থ্যবিধি মেনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
ইশা ছাত্র আন্দোলন শরীয়তপুর জেলা শাখা কর্তৃক আয়োজিত এ মানববন্ধনে সভাপতিত্ব করেন সংগঠনের জেলা সভাপতি হুসাইন মোহাম্মাদ ইলিয়াছ।
এসময় উপস্থিত ছিলেন জেলা সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, আলিয়া মাদরাসা বিষয়ক সম্পাদক মোহাম্মাদ শাহীন, নড়িয়া থানা সহ সভাপতি বি এম মমিনুল ইসলাম, সাধারণ সম্পাদক এইচ এম রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক এইচ এম হেলাল প্রমুখ।
এসময় তারা বলেন গত ২৯মে জুন সোমবার সকালে ঢাকার শ্যামবাজার সংলগ্ন বুড়িগঙ্গায় ময়ূর ২ লঞ্চের ধাক্কায় অর্ধশতাধিক যাত্রীসহ মানিং বার্ড লঞ্চটি ডুবে ৩৩জন মারা যায়। এ দুর্ঘটনায় প্রত্যক্ষভাবে বিআইডাব্লিওটিএ এর অব্যবস্থাপনা সামনে এসেছে। আমরা দ্রুত তদন্ত করে জড়িতদের শাস্তির দাবী জানাই। সেই সাথে ক্ষতিগ্রস্থদের যথাযথ ক্ষতিপুরন দেয়ার জন্য সরকারের কাছে দাবী জানাচ্ছি।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।