
শরীয়তপুরের নড়িয়ায় মতবিনিময় ও পরিচিতি সভা করেছেন নব-যোগদানকৃত উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শংকর চন্দ্র বৈদ্য।
বুধবার (১২ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ হলরুমে উপজেলার সকল দপ্তর প্রধান ও সাংবাদিক জনপ্রতিনিধি সহ সুশীল সমাজের নেতৃবৃন্দের সাথে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময়কালে উপস্থিত উপজেলার সকল দপ্তর প্রধান জনপ্রতিনিধি ও সাংবাদিকরা সদ্য যোগদানকৃত ইউএনও শংকর চন্দ্র বৈদ্য কে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শংকর চন্দ্র বৈদ্য বলেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার আগামী ভীষণ হচ্ছে স্মার্ট বাংলাদেশ গড়ার। প্রধানমন্ত্রীর সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিতে আমরা সকলে বদ্ধপরিকর। আশা করি আমরা সবাই মিলে একসাথে কাজ করলে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে একধাপ এগিয়ে যাবে বাংলাদেশ। সাংবাদিকদের উদ্দেশ্যে তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছে রাষ্ট্রের ৪র্থ স্তম্ভ। সাংবাদিকদের মাধ্যমেই একটি এলাকার সকল বিষয় উঠে আসে। এলাকার উন্নয়নের স্বার্থে সকল সাংবাদিকদের সার্বিক সহযোগিতা কামনা করছি।
এ সময় উপস্থিত ছিলেন, নড়িয়া উপজেলা সহকারি কমিশনার (ভূমি) মোঃ পারভেজ, নড়িয়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাফিজুর রহমান, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন বেপারী, বীর মুক্তিযোদ্ধা মজিবুর রহমান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ রোকনুজ্জামান, নড়িয়া উপজেলা পল্লী বিদ্যুৎ এর ডিজিএম মোঃ নজরুল ইসলাম, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ফারুক হোসেন, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী হাসান মাহমুদ, উপজেলা সহকারি শিক্ষা অফিসার কাজী সানোয়ার হোসেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অধিদপ্তরের ওসিএলএসডি মোঃ হাবিবুর রহমান, ডিঙ্গামানিককি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল আজিজ সরদার, চেয়ারম্যান আনোয়ার হোসেন মাদবর, উপজেলা নির্বাচন কর্মকর্তা নিহার রায়, উপজেলা দারিদ্র বিমোচন কর্মকর্তা আমানুল্লাহ আমান, মাছরাঙ্গা টেলিভিশনের শরীয়তপুর জেলা প্রতিনিধি মোঃ কবিরুজ্জামান, আরটিভি শরীয়তপুর জেলা প্রতিনিধি মোঃ ইব্রাহীম হোসাইনসহ অন্যান্য কর্মকর্তা কর্মচারীগণ উপস্থিত ছিলেন।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।