বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ ১৪৪৪ হিজরি
বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ রাশেদউজ্জামান এর বিদায়

বিদায়ী নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার শেখ রাশেদুউজ্জামান কে ক্রিরেস্ট ফুল দিয়ে সংবর্ধনা জানাচ্ছেন জেলা প্রশাসক মো: পারভেজ হাসান। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুর জেলা বাংলাদেশ এডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন এর আয়োজনে ১০ এপ্রিল সন্ধ্যায় নড়িয়া উপজেলার বিদায়ী নির্বাহী অফিসার শেখ রাশেদউজ্জামান এঁর বদলীজনিত বিদায় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
জেলা প্রশাসকের কার্যালয়ে জেলা প্রশাসক মোঃ পারভেজ হাসান এর সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুদ্দিন গিয়াস, অতিরিক্ত জেলা ম্যাজিষ্ট্রেট মোঃ সাইফুল ইসলাম মজুমদার, অতিরিক্ত জেলা প্রশাসক শামসুর নাহার, সদর উপজেলা নির্বাহী অফিসার জ্যোতি বিকাশ চন্দ্র, জাজিরা উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুল হাসান সোহেল, ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান, গোসাইরহাট উপজেলা নির্বাহী অফিসার কাফি বীন কবির ও নড়িয়া উপজেলার নবাগত উপজেলা নির্বাহী অফিসার শংকর চন্দ্র বৈদ্য।
জেলা প্রশাসক মো: পারভেজ হাসান তার সভাপতির বক্তব্যে বলেন, শেখ রাশেদউজ্জামান নড়িয়া উপজেলা নির্বাহী অফিসার হিসেবে তার ১ বছর ১০ মাসের কর্মজীবন সাফল্যের সাথে সম্পন্ন করেছেন। তিনি তার নতুন কর্মস্থলেও এ সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে এগিয়ে যাবেন।
আমি তার সামনের অনাগত দিনগুলোর জন্য এবং তাঁর পরিবার ও পরবর্তী কর্মস্থলের জন্য শুভকামনা জানাই। জেলা প্রশাসক বলেন, চলে যাওয়া মানে প্রস্থান নয়, আবার দেখা হবে! ইনশাআল্লাহ।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।