
নড়িয়া পৌরসভা যুবলীগের ক্রীড়া সম্পাদক রাজিব চৌকিদারের পা ভেঙ্গে দিয়েছে প্রতিপক্ষের লোকজন। রাজনৈতিক ও ব্যবসায়িক শত্রুতা উদ্ধারে এই ঘটনা ঘটেছে বলে দাবী করা হয়েছে। আহত রাজিব পৌরসভার ঢালী পাড়া গ্রামের মৃত আলাউদ্দিন চৌকিদারের ছেলে। এই বিষয়ে নড়িয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
আহতের পরিবার ও স্থানীয়রা জানায়, রাজিব চৌকিদার ড্রেজারের ব্যবসা করত। ইতোমধ্যে তার ব্যবসাকে ভাগিয়ে নিয়ে মিথ্যা মামলায় ফাঁসিয়ে দিয়েছে আনোয়ার মল্লিক, কুদ্দুস খান, ইমরান খান, আরমান খান ও সুমন ছৈয়াল। গত ১৭ জানুয়ারী মঙ্গলবার সেই মামলায় হাজিরা দিয়ে বাড়ি ফিরছিলেন যুবলীগ নেতা রাজিব। নড়িয়া উপজেলার চাকধ বাজারের মসজিদের সামনে পৌঁছলে আনোয়ার মল্লিকের নেতৃত্বে কুপিয়ে ও পিটিয়ে জখম করা হয়।
আহত রাজিব জানায়, পূর্ব শত্রুতার জেরে আনোয়ার মল্লিক, কুদ্দুস খান, ইমরান খান, আরমান খান ও সুমন ছৈয়াল দা দিয়ে কুপিয়ে জখম করেছে। পরে ইট দিয়ে পিটিয়ে তার ডান পা ভেঙ্গে ফেলেছে তারা। বাজারের বিভিন্ন সিসি ক্যামেরায় মারামারির ফুটেজ আছে। এই বিষয়ে থানায় অভিযোগ করা হয়েছে। ঘটনার ৫ দিন অতিবাহিত হলেও আসামীদের গ্রেফতার করা হয়নি।
নড়িয়া থানা পুলিশের উপপরিদর্শক জালাল উদ্দিন বলেন, এই ঘটনায় একটা অভিযোগ হয়েছে। অভিযোগের বিষয়টি তদন্তাধীন রয়েছে। এখনও মামলা রেকর্ড হয়নি।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।