রবিবার, ২৬ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৩ রমজান ১৪৪৪ হিজরি
রবিবার, ২৬ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

নড়িয়ায় নিয়ম মেনে ওএমএসের চাল বিক্রি চলছে

নড়িয়ায় নিয়ম মেনে ওএমএসের চাল বিক্রি চলছে
নড়িয়ায় ওএসএম ডিলারের দোকানে ক্রেতাদের লাইন। ছবি-দৈনিক হুংকার।

সরকারের চালের বাজার নিয়ন্ত্রণ কার্যক্রমের আওতায় নড়িয়া উপজেলার ওএমএস ডিলামের মাধ্যমে চাল বিক্রি কার্যক্রম চলছে। ক্রেতারা বলেন, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের দাম বাড়ার কারণে সংসার চালাতে যে কষ্টকর অবস্থার সৃষ্টি হয়েছিল। বাজার মূল্যের চেয়ে অনেক কম দামে চাল পেয়ে তাদের কিছুটা হলেও সমস্যার অবসান হয়েছে।
ক্রেতারা জানান, বিগত সময়ের চেয়ে ডিলারের বরাদ্দ বাড়ালেও মানুষের চাহিদার তুলনায় আশানুরূপ নয়। সরকারি ভাবে ডিলারের মাধ্যমে আরও বরাদ্দ বাড়ানোর দাবি তাদের।
ক্রেতা রাজমিস্ত্রি ইদ্রিস মিয়া বলেন, সংসারে ৫ জন সদস্যের মধ্যে আমি একাই উপার্জনকারী। চাল কিনার পরে যা বাচে তা দিয়ে অন্যান্য পণ্য কিনতে পারিনা। তাই সরকারের কাছে দাবি জানাই বিগত সময়ের মতো চালের সাথে আটা, চিনি, ডাল, তেলসহ নিত্য পণ্য ন্যায্য ক্রয় করতে পারলে আমরা ভালো ভাবে খেয়ে পরে বাঁচতে পারি।
এবিষয়ে ডিলার ইয়ন বেপারী বলেন, টিসিবির পণ্য ওএমএসের পণ্য একসাথে বিক্রয় আমাদের হিমশিম খেতে হচ্ছে প্রতিদিন ৪শত লোকের মাঝে ৩০ টাকা দরে ৫ কেজি করে চাল বিক্রি করছি। আমাদের প্রাপ্ত বরাদ্দের তুলনায় চাহিদা কিছুটা বেশি। সরকার বরাদ্দ বৃদ্ধি করলে সাধারণ মানুষ আরও বেশি উপকৃত হবে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।