
আগুনে পুড়ে ছাই বসতঘর। ঘড়ে থাকা সুমন মুন্সি (৩৩) নামে এক মানুসিক প্রতিবন্ধী মৃত্যু বরন করেন। সুমন ইতালি প্রবাসী জয়নাল মুন্সির বড় ছেলে।
সোমবার (১৫ আগস্ট) শরীয়তপুর নড়িয়া উপজেলার ভূমখাড়া ইউনিয়নের পাটদল গ্রামে রবিবার দিবাগত রাত আনুমানিক আড়াই টার সময় এ ঘটনা ঘটে।
স্থানীয়, স্বজন পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানাযায় একটি বাড়িতে আগুনের লেলিহান দেখতে পাই। পরে ওই স্থানে গিয়ে চিৎকার করলে আশপাশের লোকজন এসে বালি ও পানি ছিটিয়ে আগুন নেভানোর চেষ্টা করা হয়। খবর পেয়ে ফায়ার স্টেশনের ১টি ইউনিট এসে চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। এ অগ্নিকাণ্ডে বসতঘরসহ ভিতরে থাকা একজন মানসিক প্রতিবন্ধী লোক মারা যায়।
নড়িয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সে এর অফিসার মো. বেলায়েত হোসেন জানান, আমরা ৩ টা ৫৭ মিনিটে খবর পেয়ে ১ টি ইউনিট নিয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হই। আগুন নিভানোর পরে আমাদের বলে ভিতরে মানসিক সমস্যা গ্রস্থ একজন লোক আছে। পরে ভিতরে ঢুকে একটি মরদেহ উদ্ধার করি।
নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাবুব আলম বলেন, পাটদল গ্রামে আগুনে পুড়ে গেছে একটি ঘর। খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠিয়েছি। সেখানে একজন লোক মারা গেছে। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শরীয়তপুর সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ |
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।