
নড়িয়া উপজেলা আওয়ামীলীগের সম্মানিত সভাপতি আলহাজ্ব হাচান আলী রাড়ি ইন্তেকাল করেছেন। সোমবার দিবাগত রাত ১টার সময় নড়িয়া পৌরসভার লোনসিংস্থ তার নিজ বাসভবনে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান তিনি।
আজ মঙ্গলবার (২ জুন) বাদ জোহর মুলফৎগঞ্জ মাদরাসায় তার জানাযার নামায অনুষ্ঠিত হবে।
আলহাজ্ব হাচান আলী রাড়ি দীর্ঘ ১১ বৎসর ধরে উপজেলা আওয়ামীলীগের সভাপতির দায়িত্ব পালন করে আসছিলেন। সোমবার দিবাগত রাতে তার মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে নড়িয়ার রাজনৈতিক অঙ্গনে শোকের ছায়া নেমে আসে।
শরীয়তপুর ২ আসনে সংসদ সদস্য ও পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম গভীর শোক প্রকাশ করেছেন এবং শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর শোক প্রকাশ করেছেন।