
গোসাইরহাটে এমপির নির্দেশে, মেসার্স প্রগতি এন্টারপ্রাইজ এর উদ্যোগে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
প্রাণঘাতী করোনা ভাইরাস সংক্রম প্রতিরোধে শরীয়তপুরের গোসাইরহাটে সামন্তসার ইউনিয়নে লকডাউন দেওয়ায় সরকারী নির্দেশ মানতে মানুষ অনেকটা ঘরবন্ধি হয়ে পরায় কাজকর্ম করতে পারছেনা। এতে করে মানুষের আয় রোজগার বন্ধ হয়ে গেছে। কর্মহীনদের অনেকের ঘরে তিন বেলা খাবার জোটছেনা।
বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বিকাল ৪ টায়, অালহাজ্ব নাহিম রাজ্জাক এমপির নির্দেষক্রমে সামাজিক দূরত্ব বজায় রেখে লগডাউনে বন্ধী থাকা প্রতিটি ঘরে ঘরে খাদ্য সামগ্রী বিতরণ করেন৷
এমন সময় সরকারের পাশাপাশি সামন্তসার ইউনিয়নের মেসার্স প্রগতি এন্টারপ্রাইজের মালিক মো. মাসুদ অালম বিশিষ্ট দানবীর তার ব্যক্তিগত উদ্যোগে কর্মহীনদের পাশে দাড়িয়ে খাদ্য সামগ্রী বিতরণ অব্যাহত রেখেছেন।
সামন্তসার ইউনিয়ন বকসমপট্টি রাগিব রাবেয়া জামে মসজিদ মাঠে সামন্তসার ইউনিয়নে সারে ৪ শ কর্মহিন পরিবারের মাঝে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ২ কেজি আলু, ১ কেজি পেয়াজ, ১ লিটার সয়াবিন তৈল প্যাকেট করে বিতরণ করা হয়।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাংসদ সদস্য অালহাজ্ব নাহিম রাজ্জাক এমপি শরীয়তপুর-৩, উপজেলা নির্বাহী অফিসার মো. অালমগীর হুসাইন ও গোসাইরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মোল্লা সোহেব অালী৷
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন অনল কুমার দে, সাধারন সম্পাদক জেলা অাওয়ামীলিগ, শাহজাহান সিকদার, সভাপতি গোসাইরহাট উপজেলা, শেখ মোঃ অাবুল খায়ের, ভাইস চেয়ারম্যান উপজেলা পরিষদ, অাঃ রশিদ গোলোন্দাজ, ডামুড্যা উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, অাঃ রব সরদার সাবেক চেয়ারম্যান সামন্তসার ইউনিয়ন, মো. অাবুল হাসেম সভাপতি ইউনিয়ন অাওয়ামীলীগ সামন্তসার, মোস্তফা কামাল ফরাজী সভাপতি ছাত্রলীগ গোসাইরহাট উপজেলা শাখা ও বিপ্লব কুমার শীল প্রগতি এন্টারপ্রাইজের ম্যানেজার।
এব্যাপারে মেসার্স প্রগতি এন্টারপ্রাইজের ব্যবস্থাপনা পরিচালক মো. মাসুদ অালম বলেন, করোনা সংক্রমণ থেকে নিজে বাঁচতে ও পরিবারের অন্য সদস্যদের বাঁচাতে উপস্থিত সকলকে সামাজিক দূরত্ব বজায় রেখে যার যার ঘরে থাকার অনুরোধ জানান।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।