
এবছরের এসএসসি পরীক্ষায় গোসাইরহাট উপজেলার মধ্যে প্রথমস্থান অর্জন করেছে ইদিলপুর পাইলট উচ্চ বিদ্যালয়ের ছাত্র রুবাইয়াত হোসেন। বিজ্ঞান বিভাগ থেকে পরীক্ষায় অংশ নিয়ে ১৩০০ নাম্বারের পরীক্ষায় জিপিএ-৫ সহ মোট ১১৪৯ নাম্বার পেয়ে সে উপজেলার মধ্যে প্রথমস্থান অর্জন করেছে। বরিশাল জেলার মুলাদী উপজেলার চরপদ্মা গ্রামে তাদের নিজ বাড়িতে ২০০৩ সালে জন্মগ্রহণ করেন রুবাইয়াত হোসেন। বাবা-মা আর ২ বোন ১ ভাইয়ের সংসারে রুবাইয়াত হোসেন পরিবারের বড় ছেলে। তার বাবা মো: হাবিব সিকদার প্রবাসে থাকেন আর মা রোমানা বেগম গৃহিনী। ছোট বেলা থেকেই রুবাইয়াত হোসেন নিয়মানুবর্তিতা আর অধ্যবসায় পরিবার থেকেই রপ্ত করেছে। মায়ের উৎসাহতেই বিজ্ঞান বিভাগে পড়ালেখার বাড়তি অনুপ্রেরণা পেয়েছে রুবাইয়াত। রুবাইয়াতের স্বপ্ন ডাক্তার হয়ে সে মানুষের সেবা করবে। পরীক্ষায় ভালো ফলাফলের জন্য তার মায়ের অবদান সবচেয়ে বেশী উল্লেখ করে রুবাইয়াত আরও জানান, বিদ্যালয়ের শিক্ষকদের সর্বাত্মক সহযোগিতা পেয়েছে সে। মানুষের মত মানুষ হয়ে যেন মানুষের সেবায় সারা জীবন কাজ করে যেতে পারেন এজন্য রুবাইয়াত হোসেন সকলের দোয়া প্রার্থনা করেছেন।