
চিরায়ত বাংলার গ্রামীণ উৎসবকে ধারণ করে নান্দনিকতার মধ্য দিয়ে শরীয়তপুরের ডামুড্যায় পালিত হয়েছে পিঠা উৎসব।
সোমবার ২২ ফেব্রুয়ারি বিকাল থেকে রাত পর্যন্ত উপজেলার শিশু পার্কে উপজেলা প্রশাসনের আয়োজনে এ উৎসবে মহিলা বিষয়ক দপ্তর সহ বিভিন্ন পিঠা প্রেমিরা অংশগ্রহণ করেন। উৎসবে বাহারি সব পিঠা উপস্থিত সকলকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে খাওয়ানো হয়। নানা স্বাদের এসব পিঠার আবার রয়েছে হরেক নাম।
তেল পিঠা, ঝিনুক পিঠা, রংধনু পিঠা, খাজা পুলি পিঠা, পাটিসাপটা পিঠা, পুলি পিঠা, বিবিখানা পিঠা, ভাপা পিঠা, তাল পিঠা, বিস্কুট পিঠা, বকুল পিঠা, তাল পিঠা সহ আরো অনেক নামের পিঠা প্রদর্শন করা হয়। পিঠা উৎসবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, উপজেলা প্রকৌশলী ইঞ্জিনিয়ার মোঃ রফিকুল ইসলাম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, আইসিটি কর্মকর্তা মোঃ লিটন মুন্সি, জনস্বাস্থ্য প্রকৌশলী কাজী রিয়েল সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও কর্মচারীরাগণ।
উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ বলেন, আজ উপজেলা প্রশাসনের উদ্যোগে এ পিঠা উৎসবে সকলেই উৎসব মুখর পরিবেশে উপস্থিত ছিলেন। আশা করছি আগামীতে আরো ব্যাপকভাবে এ উপজেলায় পিঠা উৎসব পালন করবো।