
শরীয়তপুরে চতুর্থ দিনে করোনা ভাইরাসের টিকা গ্রহণ করলেন ইয়াং বাংলার আহ্বায়ক ও শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক। বুধবার (১০ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১১টায় ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের বুথ থেকে তিনি টিকা গ্রহণ করেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন, ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা শেখ মোহাম্মদ মোস্তফা খোকন, ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু শিকদার, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আব্দুল মান্নান হাওলাদার, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান হিসাব রক্ষক মোঃ বাবুল আক্তার, মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) মোঃ মিজানুর রহমান, নুরুজ্জামান বুলবুল ও উপজেলা ছাত্রলীগ সভাপতি এনামুল হক ইমরান প্রমুখ।
নাহিম রাজ্জাক এমপি টিকা গ্রহণের পর সাংবাদিকদের বলেন, আমরা অনেক ভাগ্যবান, অনেক দেশ এখনও টিকা পায়নি। কিন্তু আমরা প্রধানমন্ত্রীর মাধ্যমে দ্রুত টিকা পাচ্ছি। অনেকেই টিকা নিয়ে বিভিন্ন ধরণের গুজব ছড়িয়েছেন এখনও ছড়াচ্ছে। আমি সকল কে বলবো আতংকিত না হয়ে নিয়ম মেনে সকলেই টিকা নিবেন।