
শরীয়তপুরের ডামুড্যায় মুজিববর্ষ পালন উপলক্ষে সামাজিক নিরাপত্তার আওতায় বয়স্ক বিধবা ও প্রতিবন্ধি ভাতা এবং ক্ষুদ্র ঋণ কার্যক্রম সফল বাস্তবায়ন বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার ৯ ফেব্রুয়ারী ১১টার সময় উপজেলা অফিসার্স ক্লাবে উপজেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের আয়োজনে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন ডামুড্যা উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ আলমগীর হোসেন মাঝি। সমাজসেবা কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী সহ সেমিনারে জনপ্রতিনিধি, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং সমাজসেবা অফিসের কর্মকর্তা কর্মচারীগণ।
সেমিনারে বক্তারা বলেন, ডামুড্যা উপজেলাকে শতভাগ বয়স্ক বিধবা ভাতার আওতায় অন্তর্ভূক্ত করায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি আমরা কৃতজ্ঞতা জ্ঞাপন করছি।