
করোনা ভাইরাসের প্রথম টিকা নিলেন ডামুড্যা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন।
রোববার ৭ ফেব্রুয়ারী সকালে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে স্থাপিত বুথে উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ কোভিট-১৯ এর টিকাদান কর্মসূচির উদ্বোধন করেন।
এসময় উপস্থিত ছিলেন ডামুড্যা পৌরসভার মেয়র বীর মুক্তিযোদ্ধা হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন, উপজেলা ভাইস চেয়ারম্যান আব্দুর রশিদ গোলন্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম সহ স্বাস্থ্য কমপ্লেক্সের অন্যান্য ডাক্তারগণ।
স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন বলেন, এ পর্যন্ত ৫৮ জন সুরক্ষা অ্যাপস এর মাধ্যমে নিবন্ধন করেছে। টিকাদান কার্যক্রম প্রতিদিন সকাল ৮ থেকে বেলা ৩ পর্যন্ত চলবে। তিনি জানান ডামুড্যা উপজেলায় প্রথম ধাপে ১ হাজার ৭ শত জনকে এ টিকা কর্মসূচির আওতায় টিকা দেওয়া সম্ভব হবে এবং পর্যায়ক্রমে আরো টিকা সংগ্রহ করা হবে চাহিদা অনুযায়ী টিকা দেওয়া সম্ভব হবে।