
শরীয়তপুরের ডামুড্যা পৌরসভা নির্বাচনে নৌকা প্রতিক পেয়েছেন মোঃ কামাল উদ্দিন আহমেদ। নানা গুঞ্জন আর গুজবের অবসান ঘটিয়ে অবশেষে ডামুড্যা পৌরসভা নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের মনোনয়ন পেয়ে নৌকার মাঝি হলেন মোঃ কামাল উদ্দিন আহমেদ। বুধবার (১৩ জানুয়ারি) রাতে গণভবনে নমিনেশন বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী এ ঘোষনা আসে। মোঃ কামাল উদ্দিন আহমেদ ডামুড্যা উপজেলা আওয়ামী লীগের সভাপতি।
মনোনয়ন পাওয়ার পর মোঃ কামাল উদ্দিন আহমেদ বলেন, আমি প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে কৃতজ্ঞ। প্রধানমন্ত্রী নৌকা প্রতিক নিয়ে নির্বাচন করার জন্য আমাকে সুযোগ করে দিয়েছেন। তিনি আরো বলেন, আমি আরো কৃতজ্ঞতা জানাচ্ছি শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য নাহিম রাজ্জাক এর কাছে কারণ তিনি আমার উপর আস্থা রেখেছেন ।
৪র্থ দফায় নির্বাচনে মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ ১৭ জানুয়ারি । মনোনয়নপত্র যাচাই-বাছাই ১৯ জানুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২৬ জানুয়ারি।