
বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২০-২০২১ এর আওতায় শরীয়তপুর জেলা ক্রীড়া অফিসের উদ্যোগে আয়োজিত ডামুড্যা উপজেলার চরমালগাঁও উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত মাসব্যাপি ফুটবল প্রশিক্ষণ শেষ হয়েছে। প্রশিক্ষণ শেষে প্রশিক্ষনার্থীদের মাঝে আনুষ্ঠানিক ভাবে সনদ বিতরণ করা হয়। প্রশিক্ষনার্থীদের হাতে সনদপত্র তুলে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ। বিশেষ অতিথি ছিলেন সহকারি উপজেলা শিক্ষা অফিসার এস.এম. গিয়াসউদ্দিন। অনুষ্ঠানে সভাপত্বি করেন চরমালগাঁ উচ্চ বিদ্যালয় প্রধান শিক্ষক মোঃ জয়নাল আবেদীন। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন জেলা ক্রীড়া অফিসার সমীর বাইন। বক্তব্য রাখেন চরমালগাঁ উচ্চ বিদ্যালয়ের ক্রীড়া শিক্ষক আঃ জলিল ও বিদ্যালয়ের সহকারি প্রধান শিক্ষক জয়নাল আবেদীন। মাস ব্যাপী ফুটবল প্রশিক্ষনে ৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।
প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ বলেন, সুস্থ্য থাকার জন্য ক্রীড়া চর্চাকে আমাদের গুরুত্ব দিতে হবে। ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীদের অসামাজিক কার্যকলাপ থেকে দূরে রাখা সম্ভব।