
শরীয়তপুরের ডামুড্যায় স্থানীয় সংসদ সদস্য নাহিম রাজ্জাকের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ। মঙ্গলবার ২৯ ডিসেম্বর সকাল ১০টায় সময় সংসদ সদস্যের ডামুড্যাস্থ বাড়ি থেকে প্রধানমন্ত্রী জননেত্র শেখ হাসিনার আহবানে সাড়া দিয়ে প্রায় আড়াই হাজার এতিম ও অসহায় শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ। ডামুড্যা উপজেলা আওয়ামীলীগের সভাপতি মাস্টার কামাল উদ্দিন আহমেদ এর সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) আব্দুর রশিদ গোলন্দাজ, সাবেক পৌর মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, আওয়ামীলীগ নেতা দেলোয়ার হোসেন সরদার, আসাদুজ্জামান বাচ্চু, মাহাবুব আলম, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি মেহেদী হাসান রুবেল, সাধারণ সম্পাদক মন্টি মাঝি, ছাত্রলীগ সভাপতি এনামুল হক ইমরান, সাধারণ সম্পাদক মাহবুব আলম, ছাত্রলীগ নেতা ননী গোপাল, রেজাউল করিম ও ইমরান হোসেন সবুজ।