
‘খাদ্যের কথা ভাবলে পুষ্টির কথাও ভাবুন’ শ্লোগানে শরীয়তপুরের ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স জাতীয় পুষ্টি সপ্তাহ উপলক্ষে করোনা ভাইরাসের কারনে ঘর বন্দি অসহায় পরিবার ও দু:স্থ শতাধিক পরিবারের মাঝে পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরন করা হয়েছে।
২৫ এপ্রিল শনিবার দুপুর ১টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স চত্বরে এ পুষ্টি সমৃদ্ধ খাবার বিতরন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন।
পুষ্টি সমৃদ্ধ খাবার মধ্যে ছিলো চাল, ডাল, আলু, লবণ, পেয়াজ, চিনি, ছোলা বোট ও সাবান ।
এ সময় উপস্থিত ছিলেন,ডামুড্যা উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি, নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, পৌরসভার মেয়র হুমায়ুন কবির বাচ্চু ছৈয়াল, সহকারী কমিশার (ভূমি)আব্দুল্লাহ আল মামুন, সমাজ সেবা অফিসার মোঃ ওবায়দুর রহমান, উপজেলাআ.লীগের সাধারন সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, স্বাস্থ্য কমপ্লেক্সের প্রধান হিসাব রক্ষক মোঃ বাবুল আক্তার সহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর কমকর্তা কর্মচারীসহ অন্যরা।
পুষ্টি সপ্তাহ ২৩ হতে ২৯ এপ্রিল পর্যন্ত চলবে।