
শরীয়তপুর জেলার ডামুড্যা উপজেলায় মো: মনির হোসেন (৩৩) নামে এক যুবক কোরআন শরীফ ছিড়ে ও পুড়ে টুকরা টুকরা করার কারণে উক্ত ফকির (কবিরাজ) কে গ্রেফতার করেছে ডামুড্যা থানা পুলিশ।
মনির হাওলাদার সিড্যা ইউনিয়নের ৮ ওর্য়াড আমির হোসেন হাওলাদারের ছেলে। এর আগে বেশ কয়েক বছর জেল খাটেন তিনি।
১৪ অক্টোবর বুধবার সকাল থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভন্ড কবিরাজ মনির কোরআনের পাতা ছিরছে এমন একটি ছবি ভাইরাল হয়, এরপর থেকেই ডামুড্যা উপজেলায় বিভিন্ন স্থানে প্রতিবাদের ঝড় ওঠে ধর্মপ্রাণ মুসল্লী ও সাধারণ মানুষ মনিরের ফাঁসির দাবি জানান।
একই এলাকার জাহাঙ্গীর হাওলাদার বলেন, ভন্ড ফকির মনির কোরআন অবমননা করে সে মুসলমানের সর্বোচ্চ ধর্মীয় গ্রন্থ পবিত্র আল কোরআন এর পাতা ছিরে কুফুরি কালাম করে মানুষকে ধোঁকা দিচ্ছে, তাই আমি বাধ্য হয়েই মনির হাওলাদারের বিরুদ্ধে থানায় অভিযোগ করি।
এলাকাবাসী থেকে জানা যায়, কোরআন কে অবমাননা করে দীর্ঘ দিন যাবত মনির বিভিন্ন রোগের ঝাড়ফুক দিয়ে আসছেন। ফকিরগিরি ও তাবিজে মানুষের উপকার হয় বলে অনিকেই জানান। কিন্তু সে কিভাবে এটা করতো তা কেউ জানতো না। এছাড়া তার বিরুদ্ধে নারী কেলেঙ্কারীরও অভিযোগ রয়েছে বেশ কয়েকটি।
ডামুড্যা থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হাসান পিপিএম বলেন, আমরা ঘটনা শুনে তদন্ত করি এবং মনির হাওলাদার কে গ্রেফতার করে শরীয়তপুর কোর্টে প্রেরণ করা হয়েছে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।