
শরীয়তপুরের ডামুড্যায় জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। রোববার (৪ অক্টোবর) সকাল ৯টায় ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভিটামিন ‘এ’ প্লাস ক্যাপসুল ক্যাম্পেইনের উদ্বোধন করেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন।
এসময় উপস্থিত ছিলেন আবাসিক মেডিকেল অফিসার ডাঃ সৈকত সাহা, মানসী সাহা তুলি, প্রধান হিসাব রক্ষক মোহাম্মদ বাবুল আক্তার, এমটিইপিআই মোঃ মিজানুর রহমান ও স্বাস্থ্য পরিদর্শক মোঃ নাসির উদ্দিন প্রমুখ।
উল্লেখ্য, ২৬ সেপ্টেম্বর ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন করার কথা থাকলেও পরে করোনার কারণে সিদ্ধান্ত বদলে যায়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী ৪ অক্টোবর থেকে শুরু হয়ে পক্ষকালব্যাপী ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন চলবে ১৭ অক্টোবর পর্যন্ত। দেশের নির্ধারিত ইপিআই কেন্দ্র গুলোতে পর্যায়ক্রমে ৬-১১ মাস বয়সী শিশুদের একটি নীল রঙের এক লাখ আইইউ এবং ১২-৫৯ মাস বয়সী শিশুদের একটি করে লাল রঙের দুই লাখ আইইউ উচ্চ ক্ষমতা সম্পন্ন ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।