বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১১ জিলকদ ১৪৪৪ হিজরি
বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

ডামুড্যায় পিয়াজের মূল্য নিয়ন্ত্রনে বিভিন্ন আড়ৎ এ প্রশাসনের অভিযান

ডামুড্যা পিয়াঁজের আড়ৎ পরিদর্শন করছেন উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ। ছবি-দৈনিক হুংকার।

পিয়াজের অতিরিক্ত মূল্য বৃদ্ধি করে ক্রেতাদের ভোগান্তীর সৃষ্টি না করার লক্ষ্যে ডামুড্যা উপজেলা প্রশাসনের পক্ষ থেকে ডামুড্যা বন্দরের বিভিন্ন পিয়াজের আড়তে অভিযান পরিচালিত হয়েছে। ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ এর নেতৃত্বে অভিযান চলাকালে ক্রেতা ও আড়ৎদারদের মাঝে সচেনতামূলক বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার।
এসময় তিনি বলেন, পাইকারী ও খুচরা মূল্য তালিকা অনুযায়ী পিয়াজ বিক্রি করতে হবে। অবৈধ মজুদ বা অতিরিক্ত মূল্য আদায় করে ক্রেতাদের সাথে প্রতারণার আশ্রয় নিলে আইনগত ব্যবস্থা গ্রহন করা হবে। তিনি ডামুড্যা বন্দরের ব্যবসায়ীরা ব্যবসাকে হালাল হিসেবে গ্রহন করে ব্যবসা করেন। তাই আমার বিশ্বাস তারা জনমনে বিভ্রান্তি ও দুর্ভোগ সৃষ্টি হয় এমন কোন কাজ অতীতে করেনি ভবিষ্যতেও করবেনা।
এ সময় বাজারের ব্যবসায়ী ও আড়ৎদারগণ উপজেলা নির্বাহী অফিসারের সাথে একমত প্রষন করে ন্যায্য মূল্যে পিয়াজ সহ সকল পণ্য বিক্রির অঙ্গিকার ব্যক্ত করেন।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।