
ডামুড্যা উপজেলার ধানকাটি ইউনিয়নের মোল্লাকান্দি গ্রামে ছেলে উজ্জ্বল (৩৫), মেহেদী (২৫) ও বায়েজিদের (২০) দের লাঠির আঘাতে মা অমর্ত বেগম গুরুতর আহত হয়েছে। মাকে রক্ষা করতে আসা অপর ছেলে মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রীকে ছুড়ি দিয়ে কুপিয়ে জখম করেছে হামলাকারীরা। ১৪ সেপ্টেম্বর সোমবার বেলা ১১ টার দিকে এই ঘটনা ঘটে। আহতদের শরীয়তপুর সদর হাসপাতালে ভর্তি করা হয়।
স্থানীয় সূত্র ও আহতদের সাথে কথা বলে জানাগেছে, উপজেলার চরমালগাঁও উচ্চ বিদ্যালয়ের দপ্তরী আব্দুল মালেক সরদার গত বছর মস্তিস্কের ক্রিয়া বন্ধ হয়ে মারা যায়। এর পূর্বে আব্দুল মালেক পেনশনের দাবীদার হিসেবে তার স্ত্রী অমর্ত বেগমকে শতভাগ নমিনী করে যায়। স্বামীর পেনশনে টাকা উত্তোলন করতে গেলে ছেলেরা মাকে বাঁধা প্রদান করে। ছেলেদের বাঁধা উপেক্ষা করে টাকা তুলতে গেলে তিন ছেলে মিলে মাকে লাঠি দিয়ে মারধর করে। অপর ছেলে মোস্তাফিজুর রহমান ও তার স্ত্রী পপি আক্তার মাকে রক্ষা করতে গেলে হামলাকারীরা তাদেরও ছুড়ি দিয়ে কুপিয়ে গুরুতর আহত করে।
আহত অমর্ত বেগম বলেন, ছেলেরা আমার স্বামীর পেনশনের টাকার জন্য আমাকে মারধর করেছে। আমি আর কিছু বলতে পারবো না।
হাসপাতাল থেকে মোস্তাফিজুর রহমান বলেন, আমার মাকে আমার ভাইয়েরা মারতে গেলে আমি আমার মাকে রক্ষা করতে যাই। তখন ওরা আমাকে এলোপাথারি কুপিয়ে জখম করে।
আহত পপি আক্তার বলেন, আমার স্বামীকে তার অপর ভাইয়েরা মারধর করছিল। আমি ওদের মারতে নিষেধ করলে আমাকেও কুপিয়ে জখম করেছে।
অভিযুক্তদের সাথে যোগাযোগ করার জন্য তাদের বাড়িতে যাওয়া হয়। সেখানে গিয়ে তাদের পাওয়া যায়নি।
ডামুড্যা থানার ওসি (তদন্ত) এমারত হোসেন জানান, থানায় এই বিষয়ে কোন অভিযোগ পাওয়া যায় নাই। অভিযোগ পেলে আইনী ব্যবস্থা নেওয়া হবে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | |||
৫ | ৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ |
১২ | ১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ |
১৯ | ২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ |
২৬ | ২৭ | ২৮ | ২৯ | ৩০ |
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।