
শরীয়তপুরের ডামুড্যা থানা পরিদর্শন করেছেন পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামান। রোববার ১২ সেপ্টেম্বর বার্ষিক পরিদর্শনের অংশ হিসেবে ডামুড্যা থানা পরিদর্শন করেন পুলিশ সুপার। ডামুড্যা থানায় কর্মরত সকল পুলিশ সদস্যদের উদ্দেশ্যে দিক নির্দেশনামূলক বক্তব্য প্রদান করেন পুলিশ সুপার এস.এম আশরাফুজ্জামান।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (গোসাইরহাট সার্কেল) তানভীর আহমদ, ডামুড্যা থানা অফিসার ইনচার্জ মোঃ মেহেদী হসান পিপিএম, ওসি (তদন্ত) মোঃ ইমারত হোসেন, এসআই মোঃ এমারত হোসেন, মোঃ ফারুক আহমেদ সহ ডামুড্যা থানার পুলিশ অফিসার ও পুলিশ সদস্যগণ।