
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার ডামুড্যা পোস্ট অফিসের সামনে থেকে উপজেলা পরিষদের গেট পর্যন্ত সড়কে খানাখন্দ ও কাদাপানির কারণে প্রায় কয়েক মাস চরম ভোগান্তি পোহাচ্ছে এলাকাবাসী। বিষয়টি বহুবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হলেও সেটি সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এ কারণে ৭ সেপ্টেম্বর সোমবার দুপুরে ডামুড্যা উপজেলা ছাত্রলীগ সভাপতি মেহেদী হাসান রুবেল মাদবরের উদ্যোগে ওই সড়কে কাদাপানি কমাতে বালু ও খোয়া দিয়ে খানাখন্দ ভরাটে কাজ করেন।
উপজেলা ছাত্রলীগের সভাপতি মো, মেহেদি হাসান রুবেল বলেন, ডামুড্যা পৌর শহরের প্রাণকেন্দ্র উপজেলা গেট ও আশপাশের সড়কটিতে দীর্ঘদিন যাবৎ বড় বড় খানাখন্দের সৃষ্টি হয়েছে। এ কারণে একদিকে পথচারী ও যানবাহন চলাচল যেমন ব্যাহত হতো, তেমনি শহরের বাসিন্দা ও ব্যবসায়ীদের চরম ভোগান্তি পোহাতে হতো। বিষয়টি কর্তৃপক্ষকে জানানো হলেও কেউ কোনো ব্যবস্থা নেয়নি। তাই বাধ্য হয়ে আমার ব্যক্তিগত পক্ষ থেকে সড়কটি সংস্কার করছি।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।