সোমবার, ২৭ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, ১৩ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৪ রমজান ১৪৪৪ হিজরি
সোমবার, ২৭ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

ডামুড্যায় জাতীয় মৎস্য সপ্তাহ শুরু

ডামুড্যায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে মাছের পোনা অবমুক্ত করছেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মো: আলমগীর হোসেন মাঝি ও উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ। ছবি-দৈনিক হুংকার।

সারাদেশের ন্যায় শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে ডামুড্যা উপজেলা পরিষদ পুকুরে মাছের পোনা অবমুক্তকরণ করা হয়।
২১ জুলাই মঙ্গলবার সকাল ১০টায় ডামুড্যা উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ এর সভাপতিত্বে ডামুড্যা উপজেলা পরিষদ পুকরে পোনা অবমুক্তকরণ অনুষ্ঠিত হয়। এ সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডামুড্যা উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আলহাজ্ব কামাল উদ্দিন আহমেদ, উপজেলা কৃষি কর্মকর্তা শেখ আজিজুর রহমান, উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কাজী রিয়েল। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা মৎস্য কর্মকর্তা সিরাজুল ইসলাম।
ডামুড্যা উপজেলা পরিষদ চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি বলেন, আমরা মাছ ভাতে বাঙ্গালী। মাছ আর ভাত আমাদের প্রধান খাদ্য। তাই মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতি বছর মৎস্য সপ্তাহ পালন করার নির্দেশ দেন।
উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ বলেন, করোনা পরিস্থিতিতে আমরা স্বাস্থ্যবিধি মেনে জাতীয় মৎস্য সপ্তাহ পালন করছি। পরিস্থিতি ঠিক থাকলে জাতীয় মৎস্য সপ্তাহ আরো জাঁকজমকপূর্ণ ভাবে পালন হতো।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।