বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ ১৪৪৪ হিজরি
বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

ডামুড্যায় কালবৈশাখী ঝড়ে ক্ষতিগ্রস্থ দোকান ও বসত বাড়ি

ডামুড্যায় কালবৈশালী ঝড়ে ক্ষতিগ্রস্থ দোকান ঘর। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুরের ডামুড্যায় কালবৈশাখীর তান্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে শিক্ষা প্রতিষ্ঠান, বসতবাড়ি, গাছপালা ও বৈদ্যুতিক খুঁটি। বুধবার (১৭ মে) বেলা সাড়ে ১১ টার সময় ১০/১২ মিনিট স্থায়ী কালবৈশাখী আঘাত হানে।
স্থানীয়রা জানান, উপজেলার ১ নং ডামুড্যা মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিতরে থাকা একটি চাম্বুল গাছ ঝড়ের সময় স্কুলের পাশের সড়কে পড়ে যায় এসময় স্কুলের দেয়ালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয় এবং গাছটি সড়কে পড়ার কারণে সড়ক দিয়ে যানসহ সকল ধরণের চলাচল বন্ধ হয়ে যায়। এছাড়া ডামুড্যা বন্দরের দক্ষিণ বাজারে জয়ন্তী নদীর পাশে মাতারমার ব্রীজের উত্তরে ৭ টি আধা পাকা দোকান ঘরের চাল উপরে পরে যায়। এসময় ঝড় ও বৃষ্টির কারণে দোকানের ভেতরে থাকা বিভিন্ন মালামালের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়। দোকানিদের দাবি ও স্থানীয়দের সাথে কথা বলে জানা গেছে, এতে প্রায় সাত থেকে আট লক্ষ টাকার মালামালের ক্ষয়ক্ষতি হয়েছে। সরেজমিনে ঘুরে আরো দেখা যায় উপজেলার বিভিন্ন স্থানে বিদ্যুতের খুঁটি হেলে পড়ে গেছে ও বিভিন্ন সড়কের পাশে মোটা মোটা গাছ পড়ে আছে।
ঝড়ে ক্ষতিগ্রস্ত এম ফ্যাশন ও টেইলার্স এর মালিক মোঃ নাঈম, স্মৃতি স্টুডিওর মালিক জাহিদ হাসান, মেসার্স হাসেম ইস্টিলের মালিক আবুল হাসান, চায়ের দোকানের মালিক আঃ খালেক জানান, আমরা অনেক কষ্ট করে বিভিন্ন এনজিও থেকে ঋণ করে দোকান চালিয়ে ব্যবসা করে ঋণের কিস্তির টাকা দিয়ে সংসার চালাই। কিন্তু এখন আমরা চিন্তায় পড়ে গেছি কি করবো আমরা কেমনে কিস্তির টাকা দিমু ও সংসার চালাইমু ।
উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান বলেন, ঝড়ের কারণে ডামুড্যায় কয়েকটি দোকান ঘর মালামালসহ কিছু ক্ষয়ক্ষতি হয়েছে। আমরা তাদের সাথে পরামর্শ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।