
শরীয়তপুরের ডামুড্যায় প্রভাবশালীর হাত থেকে পৈত্রিক সম্পত্তি ও নির্মাণাধীন বাড়ি ফিরে পেতে ডামুড্যা বাসস্ট্যান্ডে ওই বাড়ির সামনে সংবাদ সম্মেলন করেছে এক অসহায় পরিবার।
মঙ্গলবার (১৮ এপ্রিল) বেলা ১২টায় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী উপজেলার চরধানকাটি গ্রামের মৃত আব্দুল আজিজ চৌকিদারের মেয়ে আয়েশা আক্তার মুক্তা।
তার অভিযোগ, আমার বাবার সারা জীবনের সঞ্চয় ও তার গ্রামের কিছু জমি বিক্রি করে ডামুড্যা পৌরসভার বাসস্ট্যান্ডে একটি দুতলা বিল্ডিং নির্মাণ করেন যার নিচে পাঁচটি দোকান ও উপরে দুইটি ফ্লাট। যার একটি দোকান ডামুড্যা উপজেলা শ্রমিকলীগের সভাপতি কালাম চৌকিদার এর কাছে ২ লক্ষ টাকা অগ্রিম ও ২৫ শত টাকায় মাসিক ভাড়ায় একটি চুক্তিনামা সম্পন্ন করা হয়। মুক্তা বলেন, গত
২৪ অক্টোবর ২০১৭ সালে আমার বাবা হার্ট স্ট্রোক করে নিজ বাড়িতে মৃত্যুবরণ করেন সেই সুযোগে কালাম চৌকিদার আমাদের সমস্ত বিল্ডিং দখল করে সে নিজেই তা ভাড়া দিতে থাকেন। আমরা তার কাছে ভাড়ার টাকা চাইতে গেলে সে আমাদের কে একটা ভূয়া জাল দলিল দেখিয়ে বলে তোমার বাবা আমার কাছ থেকে বাড়ি বন্ধক দিয়ে ১৮ লক্ষ টাকা নিয়েছেন যদি তোমরা আমার সে ১৮ লক্ষ টাকা ফেরত দিয়ে দাও তাহলেই আমি তোমাদের বাড়ি ছেড়ে দিবো।
আমরা স্থানীয় মুরুব্বিদের কাছে সাহায্যের জন্য গেলে কালাম চৌকিদার ক্ষমতাবান হওয়ায় কেউ আমাদের সাহায্য করেনি। পরে কালাম চৌকিদারের নামে ডামুড্যা থানায় একটি মামলা করেছি, যার মামলা নং-সিআর ১০৪ বর্তমানে আমরা নিরাপত্তাহীতায় ভুগছি।
উক্ত সংবাদ সম্মেলন এর মাধ্যমে আমাদের পৈত্রিক সম্পত্তি ও নির্মাণাধীন বিল্ডিং ফিরে পেতে বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী ও শরীয়তপুর জেলা প্রশাসকের সহযোগিতা কামনা করছি।
অভিযুক্ত কালাম চৌকিদার উপজেলা শ্রমিকলীগের সভাপতি। বর্তমানে তিনি চাদাবাজি মামলায় জেলে রয়েছেন। জেলে থাকার কারণে তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
ডামুড্যা থানার ওসি শেখ শরীফুল আলম বলেন, বিজ্ঞ আদালতে তারা মামলা করেছে বিজ্ঞ আদালত থেকে আমাদেরকে সরেজমিন তদন্ত করে রিপোর্ট দেওয়ার জন্য বলেছেন। আমরা অতি দ্রুতই তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। তিনি আরো জানান, কালাম চৌকিদারের বিরুদ্ধে আরো কয়েকটি মামলা ও অভিযোগ রয়েছে বর্তমানে তিনি চাঁদাবাজির অভিযোগ জেলহাজতে রয়েছে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।