
আসন্ন শারদীয় দুর্গাপূজা কে সামনে রেখে ডামুড্যা উপজেলা প্রশাসনের আয়োজনে বৃহস্পতিবার (২২ সেপ্টেম্বর) সকাল ১০ টার সময় উপজেলা পরিষদ হলরুমে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথির বক্তব্যে রাখেন উপজেলা চেয়ারম্যান আলমগীর হোসেন মাঝি। বিশেষ অতিথি ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) সবিতা সরকার, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুর রহমান বাবলু সিকদার, পৌরসভার মেয়র রেজাউল করিম রাজা ছৈয়াল, ভাইস-চেয়ারম্যান আব্দুর রশিদ গোলান্দাজ, মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী। এসময় উপস্থিত ছিলেন প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ রেজাউল করিম, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি মনোরঞ্জন পাল, সাধারণ সম্পাদক গোবিন্দ চন্দ্র সাহাসহ উপজেলা পূজা উদযাপন পরিষদের অন্যান্যরা।
সভায় সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান বলেন, ডামুড্যা উপজেলায় এ বছর ৬ টি পূজামন্ডপে দুর্গাপূজা আয়োজনের সিদ্ধান্ত হয়েছে। সে লক্ষ্যে ইতিমধ্যে প্রস্তুতিও শুরু হয়ে গেছে। সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব আসন্ন দুর্গাপূজা প্রতিবছরের ন্যায় ডামুড্যায় নির্বিঘ্নে ও সুষ্ঠুভাবে উদযাপনের লক্ষ্যে ডামুড্যা উপজেলা প্রশাসন সর্বদা আন্তরিক ও দৃঢ় সংকল্পবদ্ধ। মাঠপর্যায়ে সকলের সাথে সমন্বয় করে একটি শক্তিশালী সামাজিক সুরক্ষা বলয় তৈরির মধ্য দিয়ে উৎসবমুখর ভাবে শারদ উৎসব উদযাপিত হবে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।