রবিবার, ২৬ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৩ রমজান ১৪৪৪ হিজরি
রবিবার, ২৬ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

ডামুড্যায় ন্যায্য মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু

ডামুড্যায় ন্যায্য মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় শুরু
ডামুড্যায় ন্যায্য মূল্যে টিসিবি’র পণ্য বিক্রয় কার্যক্রমের উদ্বোধন করছেন উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুরের ডামুড্যা উপজেলার দারুলা আমান ইউনিয়নে টিসিবির পণ্য বিক্রি শুরু হয়েছে। সোমবার (১৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ১০ টায় স্বল্পমূল্যে টিসিবি’র পণ্য বিক্রি কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নিবার্হী অফিসার হাছিবা খান।
উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান বলেন, নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য সহনীয় পর্যায়ে রাখতে সরকার কর্তৃক নিধারিত তালিকাভূক্ত উপকারভোগী পরিবারের মধ্যে ২০২২-২৩ অর্থ বছরের ৩য় কিস্তিতে টিসিবি’র পণ্য চিনি, মসুর ডাল, সয়াবিন তেল বিক্রয়ের সিন্ধান্ত হয়েছে।
ভোক্তা পর্যায়ে ন্যায্যমূল্যে পণ্য পৌঁছে দিতে টিসিবি’র পণ্য বিক্রি করবে সরকার কর্তৃক নিয়োগ প্রাপ্ত ডিলারগণ। এ পর্যায়ে ডামুড্যায় ৫ হাজার ৬৮১ জন উপকার ভোগীদের মধ্যে পরিবার প্রতি ৫৫ টাকা দরে ১ কেজি চিনি, ৬৫ টাকা দরে ২ কেজি মসুর ডাল, ১১০ টাকা দরে ২ লিটার করে সয়াবিন তেল ক্রয় করতে পারবে কার্ডধারীগণ।
এ সময় উদ্বোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন দারুল আমান ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মমিনুল হক মিন্টু সিকদার, ট্যাগ অফিসার, বিভিন্ন ওয়ার্ড মেম্বার এবং ডিলার ও তার প্রতিনিধিগণ।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।