রবিবার, ২৬ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৩ রমজান ১৪৪৪ হিজরি
রবিবার, ২৬ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

ডামুড্যায় সামাজিক সম্প্রতি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত

ডামুড্যায় সামাজিক সম্প্রতি উদ্বুদ্ধকরণ সভা অনুষ্ঠিত
ডামুড্যায় সামাজিক সম্প্রতি উদ্ধুদ্ধকরণ সভায় বক্তব্য রাখছেন উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুরের ডামুড্যা উপজেলায় সামাজিক সম্প্রীতি কমিটির সদস্যদের অংশগ্রহণে সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২৯ আগস্ট) বিকাল ৪ টার সময় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে এ সম্প্রীতি সভা অনুষ্ঠিত হয়।
সভায় ইমাম, খতিব, আলেম-ওলামা, জনপ্রতিনিধি, সাংবাদিক ও রাজনৈতিক নেতৃবৃন্দের উপস্থিতিতে উপজেলা নির্বাহী অফিসার হাছিবা খান এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান খাদিজা খানম লাভলী, সহকারি কমিশনার (ভূমি) সবিতা সরকার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ শেখ মোহাম্মদ মোস্তফা খোকন ও অফিসার ইনচার্জ মোঃ শরীফ আহমেদ। এসময় উপস্থিত ছিলেন, সরকারি আব্দুর রাজ্জাক কলেজের অধ্যক্ষ মোঃ জহির উল্লাহ, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জালাল উদ্দিন আহমেদ, সহকারি মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা এসএম গিয়াস উদ্দিন আহমেদ, সমাজ সেবা কর্মকর্তা মোঃ ওবায়দুর রহমান, মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমা নাহিয়ান, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল বাশার আবু বেপারীসহ সুশীল সমাজের প্রতিনিধিগণ।
সভায় বক্তারা সামাজিক প্রচার মাধ্যমে উস্কানিমুলক বিবৃতি দেখেই যারা পাল্টা বিবৃতি দিয়ে সমাজে দাঙ্গা-হাঙ্গামা ও বিশৃঙ্খলা সৃষ্টির অপতৎপরতা চালায় তাদের ব্যাপারে প্রচলিত আইনে ব্যবস্থা নেয়ার ওপর গুরুত্বারোপ করেন।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।