
শরীয়তপুরের ডামুড্যা উপজেলার স্কাউট বাংলাদেশ সংগঠন হতে বহিস্কার হলেন ডামুড্যা পাইলট বালিকা বিদ্যালয়ের স্কাউট শিক্ষক রথিকান্ত মিস্ত্রী। যিনি গত সপ্তাহে ছাত্রী হেনস্থার অভিযোগে উক্ত বিদ্যালয় থেকে সাময়িক বরখাস্ত হয়েছেন।
বুধবার (২৪ আগস্ট) বেলা ১১ টায় ডামুড্যা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিজ কক্ষে বাংলাদেশ স্কাউট ডামুড্যা উপজেলার এক জরুরী সভা অনুষ্ঠিত হয়। উক্ত সভার সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান তাকে স্কাউট হতে বহিস্কার করেন।
ডামুড্যা উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক ফারুক হোসেনের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা হাছিবা খান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ জালাল উদ্দীন, ইউআরসি কর্মকর্তা মোঃ ফয়জুল কবির, উপজেলার বিভিন্ন বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও স্কাউট শিক্ষকবৃন্দ।
উপজেলা স্কাউটের সভাপতি হাছিবা খান বলেন, প্রতিটি স্কুলে স্কাউটদের সচেতনতার সাথে দায়িত্ব পালন করতে হবে। ছাত্রদের জন্য পুরুষ লিডার এবং ছাত্রীদের জন্য মহিলা লিডার নিশ্চিত করতে হবে। স্কাউট সদস্য ও লিডারদের সমন্বয়ে সকল অন্যায় ও দুর্নীতির মূল উপড়ে ফেলতে হবে। আগামীতে কোন স্কাউট লিডারদের বিরুদ্ধে কোন অভিযোগ আসলে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে বলে হুসিয়ার করে দেন।
শরীয়তপুরের ডামুড্যা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ের কয়েকজন শিক্ষার্থীকে যৌন নির্যাতনের অভিযোগ উঠেছিল সহকারী শিক্ষক রথি কান্ত মিস্ত্রীর বিরুদ্ধে। এই ঘটনায় ওই স্কাউট শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে। এখন তাঁর বিরুদ্ধে আনিত অভিযোগের তদন্ত চলছে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।