
শরীয়তপুরের ডামুড্যায় বীর মুক্তিযোদ্ধা মোঃ শাহ আলম শিকদার সোমবার দিবাগত রাত ১১ টা সময় বার্ধক্যজনিত কারণে তার নিজ বাড়িতে ইন্তেকাল করেন (ইন্না লিল্লাহি…রাজিউন)। তাকে রাষ্ট্রীয় মর্যাদা দাফন করা হয়।
সোমবার (১৫ জুন) দুপুর ১.৩০ মিনিটের সময় ডামুড্যা থানা পুলিশের একটি দল মরদেহে জাতীয় পতাকা রেখে সশস্ত্র সালাম প্রদর্শণ করে।
মোঃ শাহ আলম শিকদারেরমৃত্যু কালে বয়স ছিল ৬৮ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও দুই মেয়েসহ আত্মীয়-স্বজন, বহু গুণগ্রাহী রেখে গেছেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মর্তুজা আল মুঈদ, ডামুড্যা থানা ওসি তদন্ত এমারত হোসেন, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার আবুল বাসার আবু বেপারী ও দারুল আমান ইউনিয়নের চেয়ারম্যান মোক্তার হোসেন খান সহ আরোও অনেকে।