
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার রামভদ্রপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন উপজেলা যুবলীগের সহ-সম্পাদক ও রামভদ্রপুর ইউনিয়ন আওয়ামীলীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক মো: শাহ আলম হাওলাদার।
শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাক এমপি’র নির্দেশে সোমবার (১৬ আগস্ট) বিকেলে তার নিজ বাড়িতে শোকাবহ আগস্টের দ্বিতীয় দিনে ১৫ আগস্টের সকল শহীদদের আত্মার মাগফেরাত কামনায় ও করোনার আপদকালীন সময়ে ধারাবাহিক ত্রাণ সহায়তার অংশ হিসেবে ৮ নং ওয়ার্ডের দুই শতাধিকের বেশি অসহায় পরিবারের মাঝে চাল, ডাল, তেল, আলু, লবণ বিতরণ করা হয়।
খাদ্যসামগ্রী বিতরণকালে মো. শাহ আলম হাওলাদার বলেন, করোনা ভাইরাসের কারণে নিন্ম আয়ের মানুষরা কষ্টের মধ্যে দিনযাপন করছেন। অনেকেই কর্মহীন হয়ে পড়েছেন। কাজে যেতে পারছেন না। তাদের কথা বিবেচনা করেই নাহিম রাজ্জাক এমপি’র নির্দেশে আমার ব্যক্তিগত তহবিল থেকে রামভদ্রপুর ইউনিয়নের দুই শতাধিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। সমাজের বিত্তবানদের কাছে অনুরোধ, আপনাদের বাড়ির আশেপাশের অসহায় মানুষের সাহায্যে এগিয়ে আসেন।
উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক শাহাদাত হোসেন বাবু বলেন, মানবিক কার্যক্রমের অংশ হিসেবে যুবলীগের নেতাকর্মীরা করোনার সময়ে অসহায় ও অতিদরিদ্র মানুষের পাশে প্রয়োজনীয় খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছে। দুঃখী মানুষের মুখে হাসি ফুটানোর জন্য ভেদরগঞ্জ উপজেলার যুবলীগের নেতাকর্মীরা অঙ্গীকারবদ্ধ।
এসময় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের (ভারপ্রাপ্ত) সাধারণ সম্পাদক হাজী আব্দুল মান্নান হাওলাদার, রামভদ্রপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বিপ্লব সিকদার, ভেদরগঞ্জ পৌরসভার ৮নং ওযার্ডের কমিশনার শহিদ হাওলাদার, রামভদ্রপুর ইউনিয়ন ৮নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি দেলোয়ার হোসেন খান, রামভদ্রপুর ইউনিয়নের মহিলা মেম্বার জাকিয়া সুলতানা, সমাজ সেবক নুরুল ইসলাম হাওলাদার, সমাজ সেবক কামাল হোসেন দেওয়ান সহ আওয়ামীলীগের স্থানীয় নেতৃবৃন্দ।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।