
শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার বার বার পদ্মার ভাঙ্গনের মুখে টিকে থাকা উত্তর তারাবুনিয়া মহিউসুন্নাহ দাখিল মাদ্রাসায় বঙ্গবন্ধু কর্ণারের নির্মাণ কাজ সম্পন্ন হয়েছে।
পানি সম্পদ উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এমপি’র নিদের্শে মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে জাতির জনকের বর্ণাঢ্য রাজনীতিক জীবন ও কর্মকে তুলে ধরার উদ্দেশ্যে মাদ্রাসা পরিচালনা কমিটি এ কর্ণার স্থাপন করেছে।
২৭ জুন দুপুরে মাদ্রাসার নতুন চারতলা ভবনের নিচ তলায় স্থাপিত এ কর্ণারটি পরিদর্শন করেন ভেদরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার একেএম ফজলুর রহমান। এসময় তার সাথে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষার একাডেমিক সুপার ভাইজার মোঃ মস্তফা কামাল, মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি, তারাবুনিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব ইউনুস আলী মোল্যা, মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আনোয়ার হোসাইন, দাতা সদস্য মুসা কলিম উল্লাহ।
মাদ্রাসার সুপার মাওলানা মোঃ আনোয়ার হোসাইন বলেন, আমাদের মাদ্রাসাটি প্রতিষ্ঠার পর থেকে এ পর্যন্ত ৫ বার পদ্মার ভাঙ্গনের শিকার হয়ে আজকের অবস্থানে এসেছি। আল্লাহর রহমতে আর আমাদের এ মাটির সন্তান জননেতা মাননীয় উপমন্ত্রী একেএম এনামূল হক শামীম এমপি’র দয়ায় গত ২০১৯ সালে মাদ্রাসা এমপিওভূক্ত হয়েছে। এর পরে মাননীয় মন্ত্রী মহোদ্বয় ৪ তলা ভবন করে দিয়ে আমাদের কে বঙ্গবন্ধু কর্ণার স্থাপন করার নির্দেশ দেন। আমরা তার নির্দেশ অনুযায়ী বাঙালী জাতির শ্রেষ্ঠ সন্তান জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর প্রতি সম্মান জানিয়ে তার রাজনৈতিক জীবন, মুক্তিযুদ্ধ ও আজন্ম আন্দোলন সংগ্রামের বিভিন্ন আলোকচিত্র সম্ভলিত বঙ্গবন্ধু কর্ণার স্থাপন সম্পন্ন করেছি। মাননীয় উপমন্ত্রী একেএম এনামুল হক শামীম এ কর্ণার এর আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বলে আমরা আশা করছি।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।