
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় নতুন করে (২৯) বছর বয়সী এক যুবকের করোনা রোগী শনাক্ত হয়েছেন।
বুধবার (১৩ মে) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আর এম ও মাছুম আবির বিষয়টি নিশ্চিত করেছেন। আক্রান্তদের বাড়ি উপজেলার সখিপুর থানার সখিপুর ইউনিয়নের হামিদ মুন্সী কান্দি গ্ৰামে। এ নিয়ে ভেদরগঞ্জে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে।
আক্রান্ত ব্যাক্তি ঢাকা থেকে আগত। তার শরীরে করোনার লক্ষণ না দেখা দিলেও সে ঢাকা থেকে এসেছে এ পরিপ্রেক্ষিতে নমুনা পরীক্ষার জন্য ঢাকার রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানে (আইইডিসিআর) পাঠানো হয়।
ভেদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (আরএমও) ডা. মাছুম আবির জানান, ভেদরগঞ্জের সখিপুর ইউনিয়নের ১টি নমুনার ফলাফল পজিটিভ এসেছে। এ নিয়ে ভেদরগঞ্জে করোনা রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৫ জনে।
স্বাস্থ্য বিভাগের সর্বশেষ তথ্যমতে, ভেদরগঞ্জ উপজেলায় মোট আক্রান্ত রোগীর সংখ্যা ৫ জন, জেলায় মোট আক্রান্ত ৬১ জন।
এ ব্যাপারে ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর-আল-নাসীফ মুঠোফোনে জানান, করোনা পজিটিভ সংবাদ পাওয়ার সাথে সাথে ওই এলাকার আশপাশের বাড়িগুলো লকডাউন করা হয়েছে। স্বাস্থ্য বিভাগীয় টিম তাদের বাড়িতে রোগীর অবস্থা পর্যবেক্ষণ করছে।
দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
উপদেষ্টা সম্পাদক : আলহাজ্ব আঃ রাজ্জাক তপাদার ও আলহাজ্ব হাবিবুর রহমান
জমজম টাওয়ার (নীচ তলা), চৌরঙ্গী, শরীয়তপুর।
☏ ০৬০১-৬১৩২৫, ৫১০১১,
📱 ০১৭১২-৫০৭৫২৭, ০১৭১২-৭১২৯২২, ০১৭১৬-১০৬৬৩০
hongkardaily@gmail.com
২৮/১ সি টয়েনবি সার্কোলার রোড , রহমানিয়া কমপ্লেক্স (৬ তলা), মতিঝিল, ঢাকা।