
দুই দফা দায়িত্ব পালন শেষে নতুন মেয়রের সাফল্য কামনায় নিজ কার্যালয়ে থেকে পৌর সচিবের মাধ্যমে দায়িত্ব হস্তান্তর করেছে সাবেক মেয়র হাজি আবদুল মান্নান হাওলাদার। বুধবার সন্ধায় আনুষ্ঠানিক ভাবে এ দায়িত্ব বুঝিয়ে দেন।
এ সময় উপস্থিত ছিলেন, ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম রাড়ি, উপজেলা আওয়ামীলীগ সহ-সভাপতি আলহাজ্ব আমির হোসেন সরদারসহ নেতৃবৃন্দ।
বিদায়ী মেয়র হাজি আবদুল মান্নান হাওলাদার বলেন, ১ লক্ষ ২১ হাজার টাকা রজস্ব নিয়ে আমি শুরু করেছি। কোটি টাকার সম্পদ ক্রয় ও কোটি কোটি টাকার উন্নয়নের পাশাপাশি ১ শত কোটি টাকা প্রকল্পের দরপত্র হবে। এছারাও ৪ শত কোটি টাকার প্রজেক্টসহ নগদ ২১ লক্ষ টাকা রেখে যাচ্ছি। নবাগত মেয়রের জন্য শুভ কামনা করছি। তিনি চাইলে সহযোগিতা করতে কার্পণ্য করবোনা।