
শরীয়তপুর জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব ছাবেদুর রহমান খোকা সিকদার ছয়গাঁও ইউনিয়নের ৪ শতাধিক অসচ্ছল শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেছেন।
২৫ ফেব্রুয়ারি বুধবার সন্ধ্যায় ছয়গাঁওস্থ নিজ বাসভবনের সামনে থেকে এ কম্বল বিতরণ করেছেন।
এ সময় উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক হাজি আবদুল মান্নান হাওলাদার, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক শফিকুল ইসলাম রাড়ি, উপজেলা আওয়ামীলীগ সদস্য ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ শাহীন ভুইয়া, আওয়ামীলীগ নেতা কবির পালোয়ান, নুরুল ইসলাম খানসহ আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও সেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ। বিতরণ পূর্ব আলোচনা সভায় একমাত্র বক্তা আবদুল মান্নান হাওলাদার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ মুক্তিযুদ্ধের ও ভাষা আন্দোলনের শহীদদের আত্মার মাগফিরাত কামনা সহ জাতীয় বীর আলহাজ্ব আবদুর রাজ্জাক, খোকা সিকদারের বড়বোন আকিমুন নাহার ফাহিমার জন্য দোয়া চান।