
শরীয়তপুরের ভেদরগঞ্জে সড়কে শৃঙ্খলা ফেরাতে অবৈধ যানবাহন চলাচলের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত ও ভেদরগঞ্জ থানা পুলিশ।
সোমবার (১৫ ফেব্রুয়ারী) সকাল থেকে দুপুর পর্যন্ত ভেদরগঞ্জ-শরীয়তপুর প্রধান সড়কে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সড়কে চলাচল নিষিদ্ধ ট্রলি, নসিমন-করিমন সহ প্রায় ১৬টি অবৈধ যানবাহনকে সড়ক পরিবহন ২০১৮ আইনে মোট ১৬ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজেস্ট্রেট শংকর চন্দ্র বৈদ্য।
ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শংকর চন্দ্র বৈদ্য বলেন, এসব অবৈধ যানবাহনের কারণে সড়কে প্রতিনিয়ত দুর্ঘটনা ঘটছে। সড়কে শৃঙ্খলা ফেরাতে এসব অবৈধ যানবাহনের বিরুদ্ধে আমাদের অভিযান অব্যাহত থাকবে।