
৯ ফেব্রুয়ারী মঙ্গলবার দুপুরে ভেদরগঞ্জ থানা পুলিশ নারীসহ ৫ মাদক ব্যবসাীকে গ্রেফতার করেছে। থানা সূত্রে জানাগেছে একটি দল গোপন সংবাদের ভিত্তিতে এসআই (নিঃ) কিশোর বড়ুয়ার নেতৃত্বে অভিযান চালিয়ে ভেদরগঞ্জ থানাধীন ভেদরগঞ্জ-ডিএম খালী সড়কের রামভদ্রপুর ইউপি চর কোড়ালতলী মৃধা কান্দি গ্রামের মানিক হাওলাদারে খামারের সামনে থেকে ৫ মাদক ব্যবসায়ীকে ২শ পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করেছে। গ্রেফতারকৃতরা হলেন, মোসাম্মৎ পপি আক্তার (২৪), ইদ্রিস সদ্দার (২৮), আলমগীর ফকির (২৮), ফিরোজ কাজী (৪৪) বরিশাল জেলার গৌরনদী থানার ভোরঘাটা গ্রামের অধিবাসী। আলীম হাওলাদার (৩২) এর বাড়ী মাদারীপুর জেলার পোয়ালি গ্রামে।
মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই শরীফ আব্দুল বাকির জানান, ধৃত মাদক ব্যবসায়ীরা একটি প্রাইভেট কার ভাড়া করে যাত্রী বেশে মাদক পরিবহন করছে এমন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়েছে।
সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র | শনি | রবি |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ |
৮ | ৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ |
১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ |
২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ |
২৯ | ৩০ | ৩১ |