
ভেদরগঞ্জ উপজেলার চরসেন্সাস ইউনিয়নের কৃষকদের মাঝে সরকারের রাজস্ব খাতের প্রর্দশনীর বীজ-সার ও বীজ সহায়তা প্রদান করা হয়েছে।
১৩ জানুয়ারী বুধবার চরসেন্সাস ইউনিয়ন পরিষদের সামনে থেকে বীজ ও সার বিতরণ করেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোঃ জিতু মিয়া বেপারী। উপ-সহকারী কৃষি অফিসার মোঃ মোনতাসির মামুনের সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ বোরহান উদ্দিন মুন্সী, জেলা শ্রমিক লীগ নেতা মোঃ শাহাদাৎ হোসেন সরদার ও যুবলীগ নেতা ফাহামিদ বালা। এ সময় ইউনিয়নের ৪ জনকে প্রর্দশনীর বীজ, সার ও ১৫ জনকে বীজ সহায়তা দেয়া হয়।