
ভেদরগঞ্জ উপজেলার বেসরকারি উন্নয়ন সংগঠন ইউনিভার্সেল সোস্যাল হেল্পিং এ্যাশোসিয়েশন (উষার) পক্ষ থেকে মহিষার ইউনিয়নের ৩ শতাধিক শীতার্ত অসচ্ছল মানুষকে কম্বল দিয়েছে।
৬ ডিসেম্বর বুধবার সকালে সংস্থার প্রধান কার্যালয় থেকে শরীয়তপুর-৩ আসনের সংসদ সদস্য আলহাজ্ব নাহিম রাজ্জাকের নির্দেশে এ কম্বল গুলো বিতরণ করেন ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাস্টার তোফাজ্জল হোসেন মোড়ল। বিশেষ অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক ও মহিষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ দেলোয়ার হোসেন সরদার, সংস্থার সভাপতি নাসিমা বেগম। উষার নির্বাহী পরিচালক ও মহিষার ইউনিয়ন সদস্য মোঃ মোজাম্মেল হক মৃধার সভাপতিত্বে বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আওয়ামীলীগ নেতা সিরাজুল হক হাওলাদার, বিল্লাল হাওলাদার, সুব্রত রায়, হানিফ ঢালীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।