
ভেদরগঞ্জ উপজেলার ঐতিহ্যবাহী খান পরিবার ঐক্যজোটের পক্ষ থেকে আয়োজিত সর্টপিচ ক্রিকেটের ফাইনাল খেলা গত সোমবার খান বাড়ী মাঠে অনুষ্ঠিত হয়েছে। প্রতিযোগিতায় পম বন্ধমহল একাদশ ১০ রানে মির্জাপুর ক্রিকেট একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। প্রতিযোগিতা শেষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ী ও বিজিত দলের খেলোয়ারদের মাঝে পুরস্কার বিতরণ করেন খান পরিবার ঐক্যজোটের প্রধান উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা দেলোয়ার হোসেন বাবুল খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা মোঃ জাহাঙ্গীর আলম খান, হাজী ইউনুস আলী খান, ৯ নং ওয়ার্ড মেম্বার সরদার শরীয়ত উল্যাহ তোতা। সংগঠনের সহ-সভাপতি হাজী ফিরোজ হোসেন খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন ভেদরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক এম. হারুন অর রশীদ, খান পরিবার ঐক্যজোটের সাধারণ সম্পাদক আলী আকবর খান, ৯ নং ওয়ার্ড আওয়ামীলীগ সভাপতি আলী আজগর ফকির।