
ভেদরগঞ্জ উপজেলার ছয়গাঁও ইউনিয়নের পাপরাইল মোহাম্মদীয়া এতিমখানার নিবাসীদের মাঝে প্রতিষ্ঠাতার পক্ষ থেকে দ্বিতীয় পর্যায় ৬৫ জন শিক্ষার্থীর মাঝে পাঞ্জাবী ও পায়জামা বিতরণ করা হয়েছে।
৪ জানুয়ারী সোমবার মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও সভাপতি আলহাজ্ব মোঃ হাবিবুর রহমান হাবীব নিজে উপস্থিত থেকে এতিমদের মাঝে পোষাক গুলো তুলে দেন। এ সময় ভেদরগঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষার একাডেমিক সুপার ভাইজার মোঃ মস্তফা কামাল অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। এ সময় আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা কমিটির সহ-সভাপতি আক্কাস সরদার, ইসমাইল পালোয়ান, সাবেক মেম্বার গিয়াস উদ্দিন সরদার, মোঃ হোসেন সরদার, সদস্য আবুল কালাম সরদার, বাবুল হাওলাদার, তাজুল ইসলাম পাটোয়ারী ও মাদ্রাসার প্রধান শিক্ষক হাফেজ আল আমিন, নূরানী বিভাগের প্রধান শিক্ষক মাওলানা মাসুদুর রহমান, শিক্ষক মাওলানা নোমান সিদ্দিকী প্রমূখ।