
শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলায় শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করেন তত্ত্বাবধায়ক সরকারের সাবেক উপদেষ্টা ও বাংলাদেশ পুলিশের সাবেক মহাপরিদর্শক (আইজিপি) এম আজিজুল হক (বাচ্চু) বকাউলের সুযোগ্য সন্তান বাংলাদেশ পুলিশের অতিরিক্ত ডিআইজি হাসিব আজিজ।
সোমবার (২৮ ডিসেম্বর) বিকাল ৩টায় উপজেলার সখিপুর থানার চরভাগা ইউনিয়নের বকাউল বাড়ি থেকে ৫ শতাধিক শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।
এ সময় চরভাগা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মরহুম খবির উদ্দিন বকাউলের কনিষ্ঠ পুত্র মানিক বকাউল জানান, সারা দেশের মতো সখিপুরের চরভাগায় ও তীব্র শীতে অসহায় অনেক মানুষ কষ্ট করছে। শীতার্তদের শীতের হাত থেকে রক্ষা করতে আজ দরিদ্রদের মাঝে কম্বল বিতরণ করেছি। আগামীতেও শীতার্তদের শীতবস্ত্র বিতরণ অব্যাহত থাকবে। বিভিন্ন স্থানে পর্যায়ক্রমে শীতবস্ত্র বিতরণ করা হবে। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।