বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১১ জিলকদ ১৪৪৪ হিজরি
বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

ভেদরগঞ্জে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত

ভেদরগঞ্জে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত
ভেদরগঞ্জে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখছেন রামভদ্রপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান বিপ্লব সিকদার। ছবি-দৈনিক হুংকার।

“ক্রীড়াই শক্তি-ক্রীড়াই বল, আড্ডা ছেড়ে মাঠে চল” এ শ্লোগানকে সামনে রেখে বিপুল উৎসাহ উদ্দীপনা ও উৎসব মুখর পরিবেশে শরীয়তপুরের ভেদরগঞ্জে শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য পারভীন হক সিকদার এমপি’র সৌজন্যে কার্তিকপুর প্রিমিয়ার লীগ (কেপিএল) কর্তৃক আয়োজিত শেখ রাসেল স্মৃতি ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা শুক্রবার বিকাল ৪টায় জেড এইচ সিকদার বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মাঠে অনুষ্ঠিত হয়।
ভেদরগঞ্জ থানা আওয়ামী লীগের সহ-সভাপতি বীর মুক্তিযুদ্ধা শিকদার আব্দুল মান্নানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন রামভদ্রপুর ইউনিয়নের চেয়ারম্যান বিপ্লব সিকদার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ কেন্দ্রীয় কমিটির সাবেক ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা সম্পাদক মোঃ আব্দুর রহমান সরদার, শরীয়তপুর জেলার ন্যাশনাল ব্যাংকের আঞ্চলিক অফিসার, মোঃ ইস্কান্দার আলী ফকির, কার্তিকপুর উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সাবেক সহ-সভাপতি মাস্টার আব্দুর রব সরদার। উপস্থিত ছিলেন ভেদরগঞ্জ উপজেলা যুবলীগের সহ-সম্পাদক মোয়াজ্জেম হোসেন সরদার, রামভদ্রপুর ইউনিয়ন যুবলীগের সাবেক সিনিয়র সহ-সভাপতি মোঃ আব্দুল খান, মোঃ হান্নান মাদবর, রামভদ্রপুর ইউনিয়ন যুবলীগের সহ-সম্পাদক মোঃ রুবেল শিকদার, রামভদ্রপুর ইউনিয়ন ১ নং ওয়ার্ড শাখা যুবলীগের সভাপতি মোঃ মাসুম বালী, মোঃ মাসুম বেপারী সহ স্থানীয় গণ্যমান্য বাক্তিবর্গ ও গণমাধমকর্মী ।
এ টুর্নামেন্টে মোট ৬টি দল অংশগ্রহণ করেন এবং ফাইনাল খেলায় কার্তিকপুর ফাইটিং বিজকে দুই গোলে হারিয়ে কার্তিকপুর রেড ড্রাগন বিজয়ী হয়। খেলা শেষে বিজয়ীদের মাঝে পুরুস্কার বিতরণ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।