শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ চৈত্র ১৪২৯ বঙ্গাব্দ, ৮ রমজান ১৪৪৪ হিজরি
শুক্রবার, ৩১ মার্চ ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

মা ইলিশ রক্ষার অভিযানে ভেদরগঞ্জে ১৯ জেলে আটক

মা ইলিশ রক্ষার অভিযানে ভেদরগঞ্জে ১৯ জেলে আটক
মা ইলিশ রক্ষার অভিযানে ভেদরগঞ্জে আটককৃত জেলে। ছবি-দৈনিক হুংকার।

২৬ অক্টোবর সন্ধা ৬টা থেকে ২৭ অক্টোবর সকাল ৬টা পর্যন্ত ১২ ঘন্টায় মা ইলিশ রক্ষা অভিযানের ১৩তম দিনে ভেদরগঞ্জ উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ ও সখিপুর থানা পুলিশ পদ্মা নদীতে অভিযান চালিয়ে ১৯ জেলেকে আটক করে। এসময় ২০ হাজার মিটার কারেন্ট জাল, ১টি স্পিডবোট ১ টি ইঞ্জিন চালিত ট্রলার ও ২০ কেজি মা ইলিশ জব্দ করেছ।
ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ এর নেতৃত্বে উপজেলা সিনিয়র মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম ও সখিপুর থানা পুলিশ যৌথ ভাবে মা ইলিশ রক্ষায় এ অভিযান চালায়।
উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ জানান, সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মোঃ নজরুল ইসলাম সহ সখিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তার সহযোগীতায় মা-ইলিশ সংরক্ষণ অভিযান ২০২০ এর ১৩তম দিনে ভেদরগঞ্জ এর পদ্মা নদীতে অভিযান পরিচালনা করে ১৯ জেলেকে আটক, ২০ হাজার মিটার কারেন্ট জাল ও ১টি স্পিডবোট, ১টি ইঞ্জিন চালিত ট্রলার জব্দ করা হয়। জাল গুলো জনগনের সামনে পুড়িয়ে ধ্বংস করা হযেছে। জেলেদের প্রচলিত আইনে কারাদন্ড ও অর্থদন্ড দেয়া হয়েছে। মা ইলিশ স্থানীয় এতিমখানায় বিতরণ করা হয়েছে। আর জব্দকরা নৌযানের বিষয় পরবর্তীতে সিদ্ধান্ত নেয়া হবে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।