বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১০ জিলকদ ১৪৪৪ হিজরি
বুধবার, ৩১ মে ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

ভেদরগঞ্জের পদ্মা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ৩৮ জেলের জেল জরিমানা

ভেদরগঞ্জের পদ্মা নদীতে মা ইলিশ শিকারের অপরাধে ৩৮ জেলের জেল জরিমানা
ভেদরগঞ্জে পদ্মী নদীতে মা ইলিশ শিকারের অপরাধে আটককৃত জেলেরা। ছবি-দৈনিক হুংকার।

শরীয়তপুরের ভেদরগঞ্জ উপজেলার পদ্মা নদী থেকে সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকারের অপরাধে উপজেলা মৎস্য বিভাগ ও সখিপুর থানা পুলিশের সহযোগিতায় ভ্রাম্যমান আদালত অভিযান চালিয়ে ৩৮ জেলেকে আটক করে। শনিবার (১৭ অক্টোবর) সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার পদ্মার (কাঁচিকাটা) নদী থেকে তাদের আটক করে ভ্রাম্যমান আদালত।
আটককৃতদের মধ্যে ২৮ জনকে মৎস্য রক্ষা ও সংরক্ষণ আইন ১৯৫০ (৫) ধারায় ১ বছরের বিনাশ্রম কারাদন্ড দেয় ভ্রাম্যমান আদালত। বাকি ১০ জন প্রাপ্ত বয়স্ক না হওয়ায় তাদের ভবিষ্যতের কথা চিন্তা করে প্রতি জনকে ৫ হাজার টাকা জরিমানা করে মুচলেকা দিয়ে পরিবারের কাছে ছেড়ে দেয়া হয় বলে জানান ভ্রামমান আদালতের বিচারক উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ। এময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকতর্কা মোঃ নজরুল ইসলাম।
এ অভিযানে প্রায় ১৫ হাজার মিটার কারেন্ট জাল ও ২০ কেজি মা ইলিশ জব্দ করা হয়। জালগুলো নদী তীরে পুড়িয়ে ফেলা হয় ও জব্দকৃত মাছ উপজেলার বিভিন্ন এতিমখানা ও মাদ্রাসায় বিতরণ করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।