বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ খ্রিস্টাব্দ, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩০ বঙ্গাব্দ, ১১ জিলকদ ১৪৪৪ হিজরি
বৃহস্পতিবার, ১ জুন ২০২৩ খ্রিস্টাব্দ
Notice: Undefined index: top-menu-onoff-sm in /home/hongkar/public_html/wp-content/themes/newsuncode/lib/part/top-part.php on line 67

ভেদরগঞ্জে মা ইলিশ রক্ষায় আলোচনা সভা

ভেদরগঞ্জে মা ইলিশ রক্ষায় আলোচনা সভা
ভেদরগঞ্জে মা ইলিশ রক্ষায় আলোচনা সভায় বক্তব্য রাখছেন উত্তর তারাবুনিয়া ইউপি চেয়ারম্যান হাজী মোঃ ইউনুস সরকার। ছবি-দৈনিক হুংকার।

মা ইলিশ সংরক্ষণ অভিযান উপলক্ষে ভেদরগঞ্জের উত্তর তারাবুনিয়ায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ১৪ অক্টোবর মঙ্গলবার বেলা ১১টায় ভেদরগঞ্জ উপজেলার উত্তর তারাবুনিয়া আব্বাস আলী উচ্চ বিদ্যালয় মাঠে স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হাজী মোঃ ইউনুস সরকারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শংকর চন্দ্র বৈদ্য। বিশেষ অতিথি ছিলেন ভেদরগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ নজরুল ইসলাম, সখিপুর থানা অফিসার ইনচার্জ (তদন্ত) মোঃ ওবায়েদুল হক। এসময় উপস্থিত ছিলেন বিভিন্ন আড়ৎদার, মৎস্যজীবী ও স্থানীয় জনপ্রতিনিধিগণ।
আলোচনা সভায় বক্তারা বলেন, ১৪ অক্টোবর থেকে ৪ নভেম্বর পর্যন্ত ইলিশ মাছ ধরা মারা পরিবহন ও বিক্রি নিষিদ্ধ। এ সময় ইলিশ ধরার দায়ে আটকদের সর্বোচ্চ দন্ড দেয়া হবে। সেই সাথে নৌকা-জাল আটককারীকে ২৫ হাজার টাকা পুরস্কার প্রদান করা হবে।
মা ইলিশ রক্ষায় সরকার ঘোষিত বিধান অনুযায়ী তালিকাভুক্তদের মাঝে খাদ্য সহায়তা প্রদান ও বিভিন্ন সচেতনতা মূলক কর্মসূচী গ্রহন করা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

দৈনিক হুংকারে প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।