
জাতির পিতা শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে ভেদরগঞ্জ উপজেলায় স্থানীয় প্রকৌশল অধিদপ্তর মুজিব বর্ষের অঙ্গীকার, সড়ক হবে সংস্কার এ স্লোগানকে সামনে রেখে মাসব্যাপী ভ্রম্যমান রক্ষনা বেক্ষন কাজের উদ্বোধন করা হয়েছে।
১ অক্টোবর বৃহস্পতিবার ভেদরগঞ্জ উপজেলা স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) গ্রামীন সড়ক রক্ষনাবেক্ষনের অংশ হিসাবে ভেদরগঞ্জ – ডিএমখালি সড়ক সংস্কারের মাঝদিয়ে সংস্কার মাসের শুভ উদ্বোধন করেন ভেদরগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার তানভীর আল নাসীফ। ভেদরগঞ্জ উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিনে ভেদরগঞ্জ পৌরসভা মেয়র হাজি আবদুল মান্নান হাওলাদার। এসময় এলজিইডি কর্মকর্তা ও কর্মচারীগন উপস্থিত ছিলেন।
ভেদরগঞ্জ উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন জানান সড়ক গুরুত্বপূর্ণ সড়ক মেরামতের পরিকল্পনায় অন্তর্ভূক্ত নেই সেসব সড়ক পাট, হোল, এজিং ফেইলার ও বেইন, কাটসহ বিভিন্ন টাইপের ত্রুটি মেরামত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ রক্ষনাবেক্ষনের ফলে গ্রামীন সড়ক এবং সড়ক অবকাঠামো ক্ষয়ক্ষতির হার কমিয়ে এনে সড়কের স্থায়ীত্বকাল বৃদ্ধি পাবে। গ্রামীন সড়কের যানবাহন চলাচল নিরাপদ হবে। সড়ক ব্যবহারকারীদের রক্ষনাবেক্ষন কার্যক্রমে সংযুক্ত করবে। সড়ক রক্ষনাবেক্ষনের বরাদ্দকৃত অর্থে সর্বোত্তম ব্যবহার নিশ্চিত হবে।